Wellcome to National Portal
Main Comtent Skiped

Background and History

১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি ২০২১ সালে স্থাপিত হয়। 


উৎপাদনশীলতার এবং উন্মুক্ত বাজার নীতির ফলে বাংলাদেশ বিশ্ব বাজারে প্রবেশ করেছে। সমগ্র বিশ্বে উৎপাদন কৌশল খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তন বিশ্বকে পরিচালনা সহজ করেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের জন্য চাকুরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি করে শ্রম বাজারে দক্ষ মানব সম্পদ সরবরাহকারী হিসেবে অবদান রাখার বিষয়টি বিবেচনা করে "১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন" শীর্ষক প্রকল্প প্রণয়ন করা হয়।


প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে: বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্প্রসারণের লক্ষ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ বিষয়ের পাশাপাশি একটি কারিগরি বিষয় অন্তর্ভুক্তকরণ, এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স চালুকরণের জন্য সুযোগ সৃষ্টি করা; দেশে- বিদেশে চাকুরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা; জীবিকা নির্বাহের জন্য দরিদ্র জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা; এবং প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল পর্যায়ে ৪টি ট্রেড কোর্স এবং ৪টি প্যারা ট্রেডের উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শেণি পর্যন্ত একটি কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করে কোর্স প্রবর্তন করা। শিক্ষা মন্ত্রণালয়ের আধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট প্রকল্পটি ৮ টি বিভাগের ৬৪ জেলার ১০০টি উপজেলায় বাস্তবায়ন করছে। 


এই ১০০টি টিএসসিতে জেএসসি ভোকেশনাল (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি),  এসএসসি ভোকেশনাল (৯ম ও ১০ম শ্রেণি) এবং এইচএসসি ভোকেশনাল (একাদশ ও দ্বাদশ শ্রেণি) কোর্সে ৬ষ্ঠ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সর্বমোট ১০৮,০০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করবে।